তানজিল হোসেন,নিজস্ব প্রতিবেদক : বিপুল পরিমাণ ইয়াবাসহ ত্রিশালের মঠবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলাম রুবেল গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। রাজধানী ঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলামকে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ ডিবি পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। রাজধানীর হাতিরঝিল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি সপ্তাহে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণে যায় ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে উপজেলার সকল পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ । এই ভ্রমণে মনিরুল ইসলাম রবেলও অংশ নেয় । ২০ ফেব্রুয়ারি সেখান থেকে পাচারের উদ্দেশ্যে ৬ হাজার ৪শ’ ৫০ পিস ইয়াবার চালান নিয়ে ঢাকা হয়ে ত্রিশালের উদ্দেশ্যে আসছিল সে। ২০ ফেব্রুয়ারি রাতে গোপন সূত্রের ভিত্তিতে রাজধানী ঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকায় মনিরুল ইসলাম রুবেলের গাড়িতে (বাসে) তল্লাশি এবং অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ত্রিশালের ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম রুবেলকে ৬ হাজার ৪শ’ ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মনিরুল ইসলাম রুবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন । মামলা নং- ২৭ । তাং- ২১ ফেব্রুয়ারি ২০২০ । ধারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১-১০(গ) । মনিরুল ইসলাম রুবেল ত্রিশালের মঠবাড়িয়ার বাসিন্দা তোফাজ্জল হোসেনের পুত্র বলে জানা গেছে ।