নিজস্ব প্রতিবেদক:ত্রিশাল উপজেলায় আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।সেই ধারাবাহিকতায় কানিহারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়েছেনে অত্র ইউনিয়নের বালিদিয়া গ্রামের কৃতি সন্তান শিক্ষিত,চরিত্রবান,সমাজসেবক রাশেদুল ইসলাম রাশেদ।গত ১২ নভেম্বর রাশেদুল ইসলাম রাশেদকে ’তালা’ প্রতিক দেওয়া হয়।এলাকাসূত্রে জানা যায় রাশেদুল ইসলাম রাশেদ একজন শিক্ষিত ভদ্র চরিত্রবান ব্যক্তি নির্বাচনি মাঠে রাশেদ সবার নজর কেড়েছে,বৃদ্ধ থেকে যুবক,মহিলা পুরুষ সকলের পছন্দের প্রার্থী রাশেদ।
বালিদিয়া গ্রামের বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন বর্তমান যুগ ইন্টারনেট,অনলাইনের যুগ এখন মূর্খ মানুষ জনপ্রতিনিধি হওয়া মানে এলাকাবাসীর কপালে কুড়াল মারা কেননা একজন শিক্ষিত মানুষই পারবে মেম্বার এর সাথে সংস্লিষ্ট কার্যাদি সঠিকভাবে সম্পন্ন করতে।এছাড়াও মেম্বার হওয়ার জন্য প্রার্থীর চারিত্রিক গুনাবলিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি আর সেই বিবেচনায় রাশেদ আমাদের পছন্দের প্রার্থী তাই আমরা বালিদিয়াবাসী রাশেদের তালা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
এলাকাসূত্রে জানা যায় রাশেদ প্রতিক পাওয়ার পর বালিদিয়া গ্রামের সকলের প্রিয় সংগঠন করোনাকালীন এলাকাবাসীর পাশে থাকা সংগঠন আলোর দিশারী যুব সংঘ যুবসমাজকে নিয়ে এক আলোচনা সভা করেন।এতে বালিদিয়াবাসীর উন্নয়নের স্বার্থে বালিদিয়ার সচেতন যুবসমাজ শিক্ষিত,ভদ্র,চরিত্রবান,যোগ্য প্রার্থী হিসেবে রাশেদুল ইসলাম রাশেদকে সমর্থন জানায় ।এবং এলাকাবাসীর কাছে তাদের আহ্বান ‘‘আপনারা টাকার বিনিময়ে কোন অযোগ্য প্রার্থীকে ভোট দিবেন না।ভোট ব্যক্তির কাছে গচ্ছিত একটি গুরুত্বপূর্ণ আমানত। সৎ, যোগ্য ও চরিত্রবান ব্যক্তিকে ভোট দিয়ে এ আমানতের সঠিক ব্যবহার করুন, আর অযোগ্য,অহংকারী, অসৎ ব্যক্তিকে ভোট দিয়ে আমানতের খেয়ানত করবেন না। অধিকন্তু ভোটের আমানতের খেয়ানত ব্যক্তিগত খেয়ানতের চেয়ে গুরুতর, কেননা এর ফলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে ফিরিয়ে দাও ’ (সূরা নিসা-৫৮) ’’
এলাকাসূত্রে জানা যায় রাশেদুল ইসলাম রাশেদ বালিদিয়া গ্রামের যাত্রা সরকার বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট রাজনীতিবীদ জনাব হাবিবুল্লাহ হাবিল মেম্বার ।১নং ওয়ার্ডবাসীর কাছে তার পিতার চাওয়া রাশেদুল ইসলাম রাশেদ এর ‘তালা’ প্রতিকে ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন।