স্টাফ রিপোর্টার//
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫আগস্ট বিকালে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয় প্রঙ্গণে অবস্থিত বটতলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রকোশলী ফরহাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ নেতা,পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা মতিউর রহমান( মতি চাচা), মোক্ষপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা জসিম উদ্দিন মাস্টার,নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান, ইমরান হাসান নাহিদ, পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শাহজাহান,উপজেলা জাতীয় শ্রমিকলীগ দপ্তর সম্পাদক আলী হোসেন, উপজেলা শ্রমিক ইউনিয়ন নেতা রুবেল সরকার, ছাত্রলীগ নেতা আ ন ম সানী, ছাত্রলীগ নেতা আবু ছাঈদ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও খাবার বিতরণ করা হয়।