ত্রিশালে নব-অংকুর ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
নব অংকুর ফাউন্ডেশন রেজিঃ নংএস ৮৫০৫(৫২৬)ত্রিশাল শাখা ঈদকে সামনে রেখে গরীব, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে দরিরামপুর হাসপাতাল সংলগ্ন আইডিয়াল প্রতিবন্ধী স্কুলে প্রায় ৩ শতাধিক পরিবারে প্রতিজনকে ১কেজি চিনি, ১কেজি সেমাই, ২কেজি মুড়ি ও ১কেজি নুডুলস ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নব-অংকুর ফাউন্ডেশন চেয়ারম্যান কামাল হোসেন, আইডিয়াল প্রতিবন্ধী স্কুলের
প্রধান শিক্ষক রাবিয়া সুলতানা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।