ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরি জয়দা গ্রামের খান বাড়ি এলাকায় উজ্জলের শিশু কন্যা তাইয়্যেবা (৫)
ও উজ্জলের আত্মীয় রিমি আক্তার (৬) পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৮আগস্ট) সকাল ১১ টায় বাড়ির সামনে পুকুরঘাটে খেলা করতে যায় দুই শিশু।
কিছুক্ষণ পর শিশু কন্যার স্বজনরা তাকে খুঁজতে গেলে না পেয়ে পুকুরে ছুটে যান এবং শিশু দু’জনকে ডুবন্ত পানি থেকে উদ্ধার করেন।
পরে তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুই শিশুকে মৃত বলেঘোষণা করেন।
উল্লেখ্য- রিমি আক্তার একই উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের রাকিবুল ইসলাম এর মেয়ে। সে তার খালার বাড়ি বেড়াতে আসছিল।
এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, এনিয়ে ত্রিশাল থানা একটি অপমৃত্যুর মামলা হচ্ছে।