স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ২০২২ (অনুর্ধ ১৭ বালক) ফুটবল ফাইনাল খেলায় ত্রিশাল পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছেন।
১৮ মে বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে ত্রিশাল পৌরসভা ও ২নং বৈলর ইউনিয়নের খেলোয়ারদের মাঝে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ খেলায় পৌরসভা ৪ -১ গোলের ব্যবধানে ২নং বৈলর ইউনিয়নকে পরাজিত করে পুনরায় চ্যাম্পিয়ন শিরোপা বিজয়ে ধারাবাহিকতা ঠিক রেখে পৌরসভা সেরা হিসেবে নিজেদেরকে আবারো প্রমাণ করেন।
ঝাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলায় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল,
পৌর প্যানেল মেয়র ১ রাশিদুল হাসান বিপ্লব, পৌরসভা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকসেদুল মৃধা, স্থানীয় ত্রিশাল উপজেলা প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংঠনের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার স্ংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠন ।
খেলা শেষে বিজয়ী খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।