মোঃ রিয়াদ হোসেনঃ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগাঁও এ ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে মোঃ তামিম (১৪) নামে এক ছেলের নিখোঁজের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে কানিহারী ইউনিয়নের বারইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাটে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১০ টায় তামিম নিজ বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে আসে। একপর্যায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ শিক্ষার্থী মোঃ তামিম ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে এবং ত্রিশাল নজরুল একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের ওই স্থানে গোসল করতে নামে
এবিষয়ে ঘটনাস্থলে কর্মরত ডুবুরি দলের টিম লিডার মো. হানিফ মিয়া জানান, এখনো নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।
তামিমের মামাতো ভাই বলেন, ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আমার ভাই তামিম নিখোঁজ হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তামিমকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি কাজ করেছে।
বর্তমানে উদ্ধার কাজ বন্ধ রয়েছে,আগামীকাল সকালে আবার উদ্ধারে নামবে বলে জানা যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্র বাবুকে উদ্ধার করা যায়নি।