মোঃ রিয়াদ হোসেন,
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালের বারইগাঁও এ ব্রম্মপুত্র নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মোঃ তামিম (১৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মে) বিকালে উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগাঁও এ ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে এবং ত্রিশাল নজরুল একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তামিম।ঘটনাস্থল পরিদর্শনে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, রবিবার ৫ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসলে যান তামিম। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে ওইদিন পাওয়া যায় নি। পরে সোমবার বিকালে তাকে উদ্ধার করা হয়।