ত্রিশাল প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর তৃতীয় পর্যায় আগামী ২৬ এপ্রিল উদ্বোধন পৃর্ব প্রস্তুতি হিসেবে
প্রেস ব্রিফিং করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।
২৪ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান প্রেসব্রিফ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুত রয়েছে ত্রিশাল উপজেলা প্রশাসন।
উপস্থিত সাংবকদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তৃতীয় পর্যায়ে মোট পঁচিশটি পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর করাসহ ত্রিশাল উপজেলায় এখন পর্যন্ত তিন ধাপে মোট ১১৫ টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল , সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ,
ত্রিশালের সিনিয়র সাংবাদিক ও অন্যান্য সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবন্দ।