ফকরুদ্দীন আহমেদ//
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের মাতা, ত্রিশাল থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের সহধর্মিণী ও ১৯৭৫ সালে রাজবন্দী নেতাদের কারাগারে ভয়াবহ দিনগুলো স্মৃতির ধারক লূৎফুন নেছার কবর জিয়ারত করলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের একটি টিম।
২৭ জুলাই বিকেলে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে মেয়র আনিছের বাসভবনে এসে মরহুমা লুৎফুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন চেয়ারম্যানের পারিবারিক কবরাস্থান পৌরসভার ৩নং ওর্য়াড কেন্দ্রীয় ঈদগা মাঠ সংলগ্ন লূৎফুন নেছার সমাধিস্থল পৌঁছে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুছ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাসানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।