নিজস্ব প্রতিবেদক-
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি ময়মনসিংহের ত্রিশালে বিচুতিয়া বাড়িতে কবির নামে প্রতিষ্ঠিত নজরুল স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
বিশেষ অতিথি ছিলেন,পৌরসভার প্যানেল মেয়র ১ রাশিদুল হাসান বিপ্লব, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গনি কুসুম।এছাড়াও আলোচনা সভায় অংশ নেয় নজরুল স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিচৃতিয়া বেপারী বাড়ীর লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।