স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা পরপর তিনবারের নির্বাচিত মেয়র একসময়কার ত্রিশাল থানা আওয়ামীলীগের কাণ্ডারি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হোমেন চেয়ারম্যান ও ৭৫ এ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ রাজবন্দী জাতীয় নেতাদের স্মৃতির ধারক প্রয়াত লূৎফুন নেছার সুযোগ্য সন্তান আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ বর্তমানে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগে জনপ্রিয়তায় চ্যাম্পিয়ন।
এ নেতা ১৯৮০ সাল থেকে ছাত্রলীগ করে তৃর্ণমূল থেকে ভেয়ে ভেয়ে কর্মীদেরকে নেতৃত্ব দিয়ে নেতৃত্বের তৃষ্ণা মিঠিয়ে সকলের হৃদয় জয় করে নিয়েছেন। কখনো ছাত্রলীগের নেতৃত্ব, কখনো যুবলীগের নেতৃত্ব আবার কখনো উপজেলা আওয়ামীলীগের কমিটির নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এ নেতা পথ চললে ছুটে আসে শত মানুষ। রাস্তায় পায়চারি করলে পিছন ছুটে বিশাল বহর।
ত্রিশালের ইতিহাসে অতীতে নেতৃত্ব দিয়ে আসা নেতাদের চেয়ে তাঁর নেতৃত্বে ফুটে উঠেছে অন্যএক অনুভতি নিয়ে। নেতা এবং কর্মীর যুগলবন্দী সম্পর্কের ভিন্ন এক জনপ্রিয়তা রয়েছে তাঁর। মেয়র আনিছ শুধু ত্রিশালেই নয় ময়মনসিংহ জেলাতেও ব্যাপক ভাবে পরিচিত হয়ে উঠেছেন। মুজিব আদর্শের এই নেতার জনপ্রিয়তা আজ জনদাবি হয়ে সবার মুখে স্লোগান উঠেছে, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগে মেয়র আনিছকে সভাপতি হিসেবে দেখতে চাই।