স্টাফ রিপোর্টার// ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীযুবলীগ জঙ্গিবাদ, মৌলবাদ ও সম্পাদায়িকতার বিরোদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ৩০ নভেম্বর সন্ধ্যায় ত্রিশালের দরিরামপুর উপজেলা যুবলীগ কার্যালয় হইতে পৌর শহরের বিভিন্ন সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে ফের কার্যালয় সামনে এসে এক সমাবেশ করা হয়।এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এসময় বিক্ষোভ মিছিলে যোগ দেন উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা যুবলীগের পক্ষ থেকে জঙ্গি, সন্ত্রাস মৌলবাদের বিরোদ্ধে কঠিন হুঁশিয়ারী দিয়ে বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের বাংলাদেশ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সহযোগীতা করার উদার্ত অাহবান জানান এবং সন্ত্রাস জঙ্গিবাদ কঠিন ভাবে প্রতিরোধ করতে মুজিব আদর্শের সকল সৈনিকদের প্রস্তুত থাকার আহবান জানান।
আপনার মতামত কমেন্টস করুন
