এ.এম.ফিরোজ,নকলা উপজেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলায় আওয়ামী লীগের উদ্যাগে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল,অধ্যক্ষ আ. খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা,সদস্য সুভাস চন্দ্র ধর প্রমুখ।
সমাবেশ শেষে উপস্থিত সকলেই একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শুরু করে হল মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন করে মিছিলটি আবার পূর্বের স্থানে ফিরে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা নেতৃবৃন্দের সাথে যোগ দেয়, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীক,শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নৌকা পাগল জনতা।
বার্তা প্রেরক
এ.এম.ফিরোজ
নকলা,শেরপুর।
০৪/০৬/২০২২