আজাহারুল ইসলাম আজাহারঃ
বিশ্বনবী, মানবতার নবী,শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ সাঃ ও ওনার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাঃ কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কতৃক কুটুক্তির প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভের ধারাবাহিকতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিরবাজারে এমদাদীয়া ইসলামি সেবা সংস্থার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।শনিবার সন্ধার পর কালির বাজার রেলওয়ে জামে মসজিদ চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফাতেমা নগর রেলওয়ে স্টেশনে গিয়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভটির সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন, মহানবী সাঃ কে অপমান করা হলে বাংলার মুসলমান চুপ থাকবে না,নিজের জীবনের বিনিময়ে হলেও নবীর ইজ্জত রক্ষায় মুসলমান যা যা করা দরকার তাই করতে প্রস্তুত।নিজের জিবনের চেয়েও নবীকে ভালবাসি জানান দিয়ে বক্তারা অনতিবিলম্বে ভারতের বিজেপি সরকারকে ক্ষমা চাওয়ার কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন,হাঃ মাওঃতোফাজ্জল হোসেন, মুফতি মুশাররফ হোসেন, মাওঃ জহিরুল ইসলাম, মুফতি জাকির হোসেন,মু.আলম,মু.এমদাদসহ মুসলিমপ্রিয় তওহিদী জনতা।