ফকরুদ্দীন আহমেদ-
দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হাজার হাজার ত্যাগী নেতাকর্মীদের বাতিঘর মোহাম্মদ আনোয়ার উল হক রিপন।
এ নেতা ৪০ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজপথ লড়াকু সৈনিক।
বৃহতর ময়মনসিংহে আওয়ামীলীগ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার পিছনে এ নেতার অবদান অন্য আরো দশ জন নেতার চেয়ে কোন অংশে কম নয়। এনেতা স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন করেছেন, জামাত বিএনপি সরকারের বিরোদ্ধে রাজপথে আন্দোলন করেছেন নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। এই ত্যাগী রাজপথ লড়াকু নেতা ময়মনসিংহ জেলার কখনো ছাত্রলীগ সদস্য, কখনো জেলা ছাত্রলীগ সম্পাদক, কখনো জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দুঃসাহসিক নেতৃত্বে জেলাতে ও প্রতিটি উপজেলায় হাজার হাজার বঙ্গবন্ধু আদর্শের সৈনিক বানিয়েছেন।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপালন করেছেন এনেতা। বর্তমান মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এনেতা আজো বঙ্গবন্ধুর আদর্শের কর্মী বানাতে ছুটে চলেন বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায়,
তাঁর নেতৃত্ব ছাত্রলীগ করে আসা অনেকেই জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু কর্মী তৈরীর কারখানাতেই আজো রয়ে গেলেন। বঙ্গবন্ধুর আদর্শ তাঁর রক্তের প্রতিটি কনিকায় মিশে গেছে আমরণ বন্ধনে। সাদা মনের এই মানুষটির অর্থ চায় না, বৃত্ত চায় না, বাড়ি চায় না শুধু চায় বঙ্গবন্ধুর আদর্শের মানুষদের সাথে সঙ্গ পেতে।
এই মানুষটি পথ চলতে দেখা যায় হাজরো মানুষের ছালাম পেয়ে এগিয়ে গিয়ে বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ বিলিয়ে চলার পথ লম্বা করেন দীর্ঘসময়, মনে হয় আগে থেকেই সবাই জানে নেতা আসবেন এ পথে অপেক্ষামান কর্মীরা। এই গুণী নেতারা সব জায়গায় সব সময় জন্মায় না। কারো বিপদে সবার আগে ছুটে চলেন, কারো সুখে ব্যথিত হন। আনোয়ারুল হক রিপন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের একটি নাম যে নামে রয়েছে, রাজনৈতিক মেধা, দলের জন্য রয়েছে ত্যাগ, সবার কাছে গ্রহণযোগ্যতা, যার রয়েছে যোগ্যকর্মী
আর অন্যরকম জনপ্রিয়তা তাকে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হিসেবে দেখতে সকলের প্রত্যাশা ।