স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
১৫ আগস্ট জাতীয় দিবসটি পালনে মেয়র আনিছ পৌরসভাসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর ঘোষণা দেন।
শোক দিবস ভোরেই
জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অসহায়দের মাঝে খাবার বিতরণ, ফাতেহা পাঠ ও ১৯৭৫সালে ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজান আয়োজন করেন মেয়র আনিছ। পরে সকাল ১১টায় পৌরসভা হল রুমে ত্রিশাল উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা আহবান করা হয়।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমনের সভাপতিত্বে উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র আলহাজ্ব এবিএম অানিছুজ্জামান আনিছ।
এ সময় বক্তব্য রাখেন,পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান নাছিম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক, মাজহারুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ছাব্বির আহম্মেদ ছানী, উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম আমির, মটর মালিক সমিতির নেতা আব্দুল কাদির, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক খান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ত্রিশালের বিশিষ্ঠ ক্রীড়াবিদ মশিউর রহমান দীপক, ত্রিশাল বাজার ইজারাদার মোতাহার হোসেন প্রমুখ।
শোক দিবসের আলোচনায় ১৯৭৫ সালে ১৫ই আগস্ট কালো রাতের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণ করে, আবেগময় কন্ঠে রক্তেলাল ধানমন্ডির বাড়ির করুণচিত্র তুলে ধরে মেয়র আনিছ বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা সেইদিন আপনে বিদেশে থাকায় আর বেঁচে যাওয়ায়, আমার পিতা মরহুম আবুল হোসেন চেয়ারম্যনসহ সারা দেশে যারা বঙ্গবন্ধুর হত্যার পর আওয়ামীলীগের নিষ্ঠাবান নেতা হিসেবে জীবনবাজী রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির দাবীতে আন্দোলন করে জেল খেটেছে। সেই আন্দোলনের ফসল ছিল আজকের বাংলাদেশ।
সেই সূত্র ধরে বলছি বঙ্গবন্ধুর কন্যা হয়ে জীবনবাজী রেখে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের অধিকার ফেরত এনে দিয়েছেন।দলকে সরকারে আনার সম্পৃন্ন অবদান রেখেছেন আপনি।
দলকে সরকার গঠন করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছেন আপনার দক্ষ নেতৃত্বে । আজ বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাংলার মাটিতে বিচার হয়েছে,রায় কার্যকর হয়েছে। আজকে যারা দেশ পলাতক আসামীরা বিদেশে রয়েছেন তাদেরকে দ্রুত দেশে ফেরত এনে শাস্তির রায় কার্যকর করার জন্য জোর দাবী জানাচ্ছি।