শরীয়তপুর প্রতিনিধি:
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষে শিবচরের কাঁঠালবাড়ি পুরাতন ফেরীঘাটে একটি জনসভা করবে আওয়ামী লীগ। এ জনসভায় প্রধান অতিথি থাকবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জনসভাকে সফল করার লক্ষে মাঠে কাজ করছে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ। তারা নিয়মিতই দফায় দফায় শরীয়তপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের সাথে বর্ধিতসভা করছেন। তাদের উদ্দেশ্য যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহকারে ওই সভায় যোগদান করা।
এব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া ও সাধারণ সম্পাদক হোসেন সরদার বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে পদ্মাসেতু বাস্তবায়ন হয়েছে। তিনি বিশ্ববাসীকে বাংলাদেশের সক্ষমতা আরও একবার চিনিয়েছেন।
পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি আমাদের অনন্য গৌরব, মর্যাদা আর অহংকারের প্রতীক। দেশের মানুষের স্বপ্ন পূরণের অনবদ্য উপাখ্যান। মাথা না নোয়ানো বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে বিশ্ববাসীর তাকিয়ে থাকার প্রোজ্জ্বল উপলক্ষ্য। এ সেতুর প্রতিটি পরতে পরতে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনার প্রত্যয় আর দৃঢ়তার প্রতিচ্ছবি।
তারা আরও বলেন, ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভাকে সফল করতে আমরা নিয়মিতই দফায় দফায় শরীয়তপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের সাথে বর্ধিতসভা করছি। যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহকারে ওই সভায় যোগদান করবো। এতে আমাদের প্রিয় নেতা শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য জননেতা ইকবাল হোসেন অপু আমাদের সার্বিক সহযোগিতা করছেন। সারা বাংলাদেশের যুবলীগের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঐক্যবদ্ধ৷ তাদের নির্দেশে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে সর্বদা প্রস্তুত।