ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯মার্চ। ত্রিশাল পৌরসভার গো-হাটা মাঠে জগ প্রতীকের মেয়র প্রার্থী শামীমা আক্তারের নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান এর সহধর্মিণী শামিমা আক্তার কে জগ প্রতিকে ভোট দিন।
বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার গো-হাটা মাঠে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান চানুর সভাপতিত্বে
উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল নয়ন, উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাব্বির আহমেদ ছানী, উপজেলা যুবলীগ নেতা তারিকুল হাসান আমির সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ।
Leave a Reply