1. info@pollysangbad.com : polazhar :

ত্রিশালে স্কলারস একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং পৌরওয়ার্ডে স্কলারস একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬মার্চ বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ত্রিশাল উপজেলা কিন্ডারগাটেন ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম আনিছুজ্জামান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র-১ রাশেদুল হাসান বিপ্লব , ভালুকা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক মো রুহুল আমিন, ১,২,৩ পৌরওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা আক্তার মিনা, পৌর আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক আজাহার বিএসসি প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদা ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2019 ’পল্লী সংবাদ’
Site Customized By NewsTech.Com