ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বিকেলে উপজেলা পরিষদ হলরুম প্রস্তুতি সভাটি করা হয়।
প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ ৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্পন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) ও অতিরিক্ত দায়িত্ব( উন্নয়ন ও মানবস্ম্পদ ব্যবস্থাপনা) মাহফুজুল আলম মাসুম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল মাহবুবুর রহমান, ত্রিশাল পৌরসভার মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply